
মানুষের অগ্রগতি মন্দকে পরাস্ত করেই ঘটে
দেশের বর্তমান পরিস্থিতি যে মোটেই ভালো নয়, তা বলার অপেক্ষা রাখে না। এটিও অবশ্য সত্য যে অবস্থা কখনোই ভালো ছিল না। তবে এখনকার পরিস্থিতি বিশেষভাবে মন্দ মনে হচ্ছে কয়েকটি অতিরিক্ত কারণে। প্রথমত, মানুষ আশা করেছে ২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী সর্বক্ষেত্রে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দেশবাসীর জন্য বয়ে আনবে সুদিন।
বাস্তবে তেমনটি ঘটল না। ঘটল ঠিক বিপরীত, যেটি অতীতের নির্ভেজাল ধারাবাহিকতা তো বটেই, বরং অনিরাপত্তা, মব ভায়োলেন্সের ঘটনা অবিরামভাবে গত ১০ মাসব্যাপী ঘটেই চলেছে। মানুষ যেমন নিরাপদে নেই, তেমনি নেই দেশের ভূমি ও সম্পদ। মানুষ ভেবেছে তাদের অবস্থার উন্নতি হবে।
- ট্যাগ:
- মতামত
- পরিস্থিতি
- দেশের পরিস্থিতি