ভারতের আহমেদাবাদে এয়ার ইনডিয়ার লন্ডনগামী উড়োজাহাজ দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হওয়াকে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে।
উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটির উভয় ইঞ্জিনের জ্বালানি সুইচ ‘রান’ (চালু) থেকে ‘কাটঅফ’ (বন্ধ) হয়ে যায়। শনিবার সকালে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) ১৫ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করে।
ককপিটের ভয়েস রেকর্ডিং অনুযায়ী, একজন পাইলট আরেকজনকে জিজ্ঞাসা করেন, “আপনি কেন বন্ধ করলেন?” উত্তরে অপর পাইলট বলেন, “আমি কিছু বন্ধ করিনি।”
এনডিটিভি লিখেছে, উড়োজাহাজটির এই ‘কাটঅফ’ মোডে যাওয়ার অর্থ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে।