এসির তাপমাত্রা ২৭ রাখলে কী হয় জানেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১২:৫৮

গরমকালে এসি চালানোর সময় অনেকে প্রশ্ন করেন কোন তাপমাত্রায় এসি চালানো সবচেয়ে ভালো? কেউ ২২ ডিগ্রি, কেউ ২৪ আবার কেউ ২৭ ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করেন। কিন্তু জানেন কি? এসির তাপমাত্রা ২৭ ডিগ্রিতে রাখলে কী হয় এবং এটা এসির জন্য ভালো কি না।


২৭ ডিগ্রিতে এসি চালানোর উপকারিতা


১. বিদ্যুৎ খরচ কম হয়


এসি যদি আপনি ২২-২৩ ডিগ্রি সেলসিয়াসে চালান, তাহলে কম তাপমাত্রায় পৌঁছাতে বেশি সময় ও শক্তি লাগে। কিন্তু ২৭ ডিগ্রিতে সেট করলে এসিকে অতিরিক্ত কাজ করতে হয় না, ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হয়।


২. এসির কম্প্রেসারে বেশি চাপ পড়ে না


নিম্ন তাপমাত্রায় দীর্ঘ সময় চালালে এসির কম্প্রেসার বেশি কাজ করতে হয়, এতে যন্ত্রাংশে চাপ পড়ে। কিন্তু ২৭ ডিগ্রি একটি ব্যালেন্সড পয়েন্ট এসি ঠান্ডাও করে এবং অতিরিক্ত কাজও করতে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও