সঙ্গী বাছুন এসব লক্ষণ দেখে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১২:৩৫

‘আগে তো বুঝি নাই সে এমন!’ আমাদের চারপাশে প্রায়শই এ ধরনের কথা শোনা যায়। যখন কেউ এসব কথা বলে, বুঝতে হবে সময়টা পেরিয়ে গেছে বেশ খানিক। কিন্তু তাতেই কি সব শেষ? না। বিষয়টি তেমন নয়। যার সঙ্গে জীবন কাটাবেন তাকে বুঝে নেওয়া শিখতে হবে। সেভাবে তার সঙ্গে নিজের আচরণের প্যারামিটার নির্ধারণ করতে হবে। সম্ভব হলে আপনার সঙ্গীর এসব লক্ষণ আগে বুঝে নিন।


‘কোভার্ট নার্সিসিজম’ বলে একটি বিষয় আছে মনোবিদ্যার জগতে। কোভার্ট নার্সিসিস্টরা সে জগতে অনেকটা ছুপা রুস্তম। তাদের সহজে ধরতে পারা কঠিন। একে দুর্বল নার্সিসিজমও বলে। কারণ কোভার্ট নার্সিসিস্ট মানুষ অনেকটাই অন্তর্মুখী। তাদের নিজস্ব নিরাপত্তাহীনতা আছে। তারা নিজেদের গুরুত্ব চাইবার প্রবণতাকে ঢেকে রাখতে পারে। পক্ষান্তরে তারা অনেক বেশি অন্যের কাছ থেকে মনোযোগে চায়। এমনকি দেখা গেছে, বহুদিন ধরে সম্পর্কে থাকার পেরেও এদের বোঝা যায় না। সে কারণে এরা খানিকটা বেশি বিপজ্জনক। ফলে এদের সামাল দেওয়া কঠিন। কারণ এরা চট করে রাগ প্রকাশ করে না। এরা চিৎকার চেঁচামেচি বা প্রকাশ্যে বিবাদ না করেও বেশি প্রতিশোধ নিতে পারে। এ ধরনের মানুষ তাদের সত্যিকারের অনুভূতি গোপন রাখতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তাদের লক্ষ্য বাকি সব নার্সিসিস্টদের মতোই। ভয়ংকর ব্যাপার হচ্ছে, এরা মনে করে না যে এরা কিছু ভুল করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও