You have reached your daily news limit

Please log in to continue


পানিতে ডুবেছে ২১ জেলার ৭২ হাজার হেক্টর জমির ফসল

ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিতে দেশের ২১ জেলার ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। এখন মাঠে থাকা ফসল ও ফলের মধ্যে আছে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলের বাগান, পান ও তরমুজ।

গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর। এসব জেলার ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন