প্রথমবারের মতো মানুষের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত উপায়ে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে একটি রোবট।
বুধবার ‘জনস হপকিন্স ইউনিভার্সিটি’র গবেষকরা বলেছেন, নিখুঁত ও ধৈর্যের সঙ্গে রোগীর পিত্তথলি অপসারণের মতো দীর্ঘ ও জটিল পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করেছে রোবটটি। গবেষকদের কণ্ঠের নির্দেশনা মেনে কাজ করেছে এটি এবং বাস্তব চিকিৎসা পরিস্থিতির মতো হঠাৎ ঘটে যাওয়া জটিল অবস্থার মধ্যেও একজন দক্ষ সার্জনের মতো সক্ষমতা দেখিয়েছে এই রোবট।
এক বিবৃতিতে মেডিকেল রোবোটিস্ট বিশেষজ্ঞ অ্যাক্সেল ক্রিগার বলেছেন, “এ অগ্রগতি আমাদেরকে নির্দিষ্ট অস্ত্রোপচারের কাজ করতে পারে এমন রোবট থেকে অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়াটি সত্যিকার অর্থে বুঝতেও পারে এমন রোবটের দিকে নিয়ে যাচ্ছে।