ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সতর্ক করে দিয়ে বলেছেন, তারা পারমাণবিক কর্মসূচিতে ইরানের সহযোগিতা চাইলে ‘দ্বিমুখী আচরণ’ করা বন্ধ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে পেজেশকিয়ান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি আইন চালু করে। ওদিকে, আইএইএ-ও জানায়, তাদের অবশিষ্ট পরিদর্শকরা ইরান ত্যাগ করে ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে গেছেন।
জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালানোর পর আইএইএ-এর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথা বলে দেশটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।