যুদ্ধবিরতির চুক্তির ধারা ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে দ্বন্দ্ব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা।
তিনি বৃহস্পতিবার (১০ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সেনারা গাজার কোন অংশ থেকে সরে যাবে সেটি নিয়ে এখনো আলোচনা চলছে।
এরআগে দখলদার ইসরায়েল সেনাদের সরে যাওয়ার একটি ম্যাপ প্রদান করেছিল। হামাস সেটি প্রত্যাখ্যান করে। এরপরর যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তারা নতুন ম্যাপ দেয়। হামাস এটিও প্রত্যাখ্যান করেছে। কারণ এতে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতির সময়ও গাজার বড় অংশে ইসরায়েলি সেনারা থাকবে।