টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ, ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৫০

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার চ্যালেঞ্জ টি-টোয়েন্টির। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। ব্যর্থতা ভুলে শেষটা ইতিবাচক করতে চায় বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে। 


ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া লিটন দাস টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন। সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ পাঁচ ম্যাচেই হারের বৃত্তে টিম টাইগার্স। যদিও গত বছরের শেষের দিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপরই বাস্তবতা টের পায় গত মে মাসে। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দল। পরের সপ্তাহে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও