এমএলএসে মেসির নতুন ইতিহাস: টানা চার ম্যাচে জোড়া গোল!

ডেইলি স্টার প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৩৯

লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স কোন ফ্যাক্টর নয়, পায়ের মুন্সিয়ানা থাকলে সবই সম্ভব। ক্যারিয়ারে পড়ন্ত  বেলাতেও মেজর সকার লিগে (এমএলএস) নতুন এক ইতিহাস গড়েছেন তিনি, যা এর আগে কেউ করে দেখাতে পারেননি। টানা চারটি ম্যাচে জোড়া গোল করে মেসি লিগের স্কোরিং রেকর্ড নতুন করে লিখেছেন।


বুধবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলে ইন্টার মায়ামির জয়ে লিওনেল মেসি প্রথমার্ধে দুটি গোল করেন, যা এমএলএসে তার অভূতপূর্ব ধারাবাহিকতা বজায় রেখেছে।


৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এমএলএসে তার শেষ চারটি ম্যাচে প্রতিটিতে দুটি করে গোল করেছেন, যা আসরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও