
যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতে দেশে রাজনৈতিক অর্থনৈতিক উদ্বেগ
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে ৩৫ শতাংশ শুল্ক আঘাতে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। তবে শুল্কহারের চেয়েও বড় চিন্তার বিষয় পারস্পরিক বাণিজ্য চুক্তি। কেননা এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যার প্রভাব দেশের অর্থনীতি ও রাজনীতিতে দীর্ঘমেয়াদি। সেটি নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বাংলাদেশের প্রতিনিধিরা। তার ঘণ্টাখানেক আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল রাতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
ত্রয়োদশ নির্বাচন নিয়ে অগ্রগতি জানাতে গতকাল রাত ৮টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, সব প্রস্তুতি শেষ আর সংস্কারের কাজ হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে (পুলিশ, বিজিবি, কোস্টগার্ড) ১৭ হাজার নতুন সদস্য নেয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। নির্বাচন সামনে রেখে অনেক পাঁয়তারা হয়, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোরভাবে আইন প্রয়োগ করে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক
- রফতানি