You have reached your daily news limit

Please log in to continue


দেশের ব্যবসায়ীদের নজর এখন ওয়াশিংটনে

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানে বাংলাদেশের রপ্তানিখাত এক অনিশ্চয়তার মুখোমুখি। অর্থ–বাণিজ্য খাত ও রাজনীতিসহ অনেক মহলেরই চোখ এখন নিবদ্ধ ওয়াশিংটনের দিকে। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার মার্কিন রাজধানীতে সেদেশের বাণিজ্য প্রতিনিধি দফতরে (ইউএসটিআর) মুখোমুখি আলোচনা শুরু করেছেন দুদেশের কর্মকর্তারা। কয়েকদিন ধরে এ আলোচনা চলবে।

ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন—বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। চিঠিতে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, এ নিয়ে আলোচনার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান থেকে সরতে হলে বাংলাদেশকে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে নমনীয় হওয়ার বার্তা দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন