এআইয়ের নকশা করা ক্যানসারের ওষুধ পরীক্ষা করা হবে মানবদেহে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ২৩:১৯

গুগল ডিপমাইন্ডের ‘আলফাফোল্ড৩’ এআই টুল ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরি করেছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস। গুগল ডিপমাইন্ডের সহযোগিতায় ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের দেহে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


আইসোমরফিক ল্যাবসের প্রেসিডেন্ট কলিন মারডোক জানিয়েছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ক্যানসারের ওষুধ রোগীদের দেহে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলফাফোল্ড৩ এআই টুল জটিল প্রোটিন কাঠামো ও আণবিক মিথস্ক্রিয়ার পূর্বাভাস দিতে পারে। ফলে টুলটির মাধ্যমে ক্যানসারের ওষুধ তৈরিতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে আইসোমরফিক ল্যাবস। নতুন এ ওষুধ ক্যানসার কোষকে ধ্বংস করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও