
কিছু সিনিয়র নেতার বেইমানির কারণে জাতীয় পার্টি সাতবার ভেঙেছে: নতুন মহাসচিব শামীম হায়দার
জ্যেষ্ঠ নেতাদের বেইমানির কারণে জাতীয় পার্টি সাতবার ভেঙেছে বলে মন্তব্য করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছিল। এ কারণেই জাতীয় পার্টি সাতবার ভেঙেছে। কিন্তু জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা সব সময় পার্টির সঙ্গে ছিল, তৃণমূল নেতা-কর্মীরা কখনোই জাতীয় পার্টির মূলস্রোতের বাইরে যায়নি।
আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর কমিটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারী এ কথাগুলো বলেন।
এ প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী গত ২৫ জুন দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভার কথা উল্লেখ করেন। ওই সভায় এই নেতারা দলের তিন কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বলে জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়।