
সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
সীমান্ত হত্যা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে গুম-খুন এবং নির্যাতনের রাজত্ব চালিয়েছে শেখ হাসিনার সরকার। কিন্তু আর নয়, এবার স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানচিত্র, মাটি ও জনগণ রক্ষার দায়িত্ব দেশের ছাত্র, তরুণ ও যুবসমাজের কাঁধে। সেই দায়িত্ব নিয়েই এনসিপি মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদ আমাদের মানবিক মর্যাদা ও সার্বভৌমত্ব বার বার ক্ষুণ্ণ করেছে। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এ জাতিকে বার বার অবনমন করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, চুয়াডাঙ্গাসহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে গত ৫৪ বছর ধরে নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে। আজ চুয়াডাঙ্গার দর্শনার এক কৃষকের মৃত্যুর ঘটনা শুনেছি- সাতদিন আগে বিএসএফের গুলিতে নিহত হন। সাতদিন পর লাশ ফেরত এসেছে।