ডিপজল বললেন, মামলার অভিযোগটি মিথ্যা ও অযৌক্তিক

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৭:০৫

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছেন এক নারী। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ডিপজল জানান, ওই নারীর অভিযোগ মিথ্যা। হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। এবার ওই নারীর অভিযোগকে অযৌক্তিক বললেন ডিপজল। অন্যদিকে, ডিপজলের পক্ষ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন।


মো. রাশিদা আক্তার নামের ওই নারী তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ২ জুন গাবতলীর গরুর হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে মারধর করা হয় এবং শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। পরদিন ঘুম থেকে উঠে অ্যাসিডের ঘটনা সে বুঝতে পারে। তাতেই আপত্তি জানিয়েছেন ডিপজল। বুধবার ফেসবুকে ডিপজল লেখেন, ‘এই দেশের প্রেক্ষাপটে অদ্ভুত সব ঘটনা ঘটে। আপনার শরীরে অ্যাসিড দেওয়া হয়েছে বললেন—এটি অত্যন্ত উদ্বেগজনক। আর তা ঘটার পর আপনি যদি বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, এটি কি যুক্তিযুক্ত? এ ছাড়া আমরা দেখেছি যে সেই আপনি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছেন! তাহলে কি ঘটনা ঘটেছে, সেটি কি নিছক সতর্কতার অভাব, নাকি কিছু অন্য ধরনের খেলা?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও