হোয়াটসঅ্যাপে আসছে থ্রেডেড রিপ্লাই, যে সুবিধা পাওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৬:৪৯

তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। বিষয়টি অজানা নয় হোয়াটসঅ্যাপের কাছেও। আর তাই এবার বার্তা আদান-প্রদান আরও সহজ করতে ‘থ্রেডেড রিপ্লাই’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে নির্দিষ্ট একটি বার্তার বিপরীতে অন্যদের পাঠানো সব রিপ্লাই থ্রেড আকারে একসঙ্গে দেখা যাবে।


বর্তমানে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট বার্তার পাশে থাকা অপশনে ক্লিক করে পরে রিপ্লাই লিখতে হয়। এতে করে প্রতিটি রিপ্লাই আলাদা বাবলের মধ্যে প্রদর্শিত হয়। কিন্তু থ্রেডেড রিপ্লাই সুবিধা চালু হলে নির্দিষ্ট বার্তার বিপরীতে একাধিক সময়ে দেওয়া সব রিপ্লাই একই থ্রেডের মধ্যে একসঙ্গে দেখা যাবে। ফলে কথোপকথনের ধারাবাহিকতা বোঝা সহজ হবে। এরই মধ্যে আইওএসের ২৫.১৯.১০.৮০ বেটা সংস্করণ পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করা হয়েছে। টেস্টফ্লাইট নামের পরীক্ষামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিতসংখ্যক আইফোন ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারছেন।


থ্রেডেড রিপ্লাই সুবিধা চালু হলে কোনো বার্তায় একাধিক রিপ্লাই যুক্ত হলে তার পাশে একটি ছোট তিরচিহ্ন দেখা যাবে। সেখানে চাপ দিলেই সব রিপ্লাই একসঙ্গে দেখা যাবে। প্রতিটি বার্তার পাশে টাইমস্ট্যাম্প থাকবে, যা থেকে বোঝা যাবে কোন বার্তা কখন পাঠানো হয়েছে। এর ফলে অন্যদের পাঠানো যেকোনো সময়ের বার্তার রিপ্লাই সহজে দেওয়া যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও