সেতু ভেঙে নদীতে পড়ল যানবাহন, ১০ জন নিহত

প্রথম আলো গুজরাট প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৮

ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু আজ বুধবার ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়।


এই সেতু ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।


ঘটনার ভিডিওতে দেখা যায়, সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে নদীতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তাঁর ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায়।


ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া বলেন, ‘সামান্য আহত হয়েছেন এমন পাঁচজনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আমরা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। জানা গেছে, দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।’


ভদোদরার ফায়ার সার্ভিস ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। এনডিআরএফের ভদোদরা ৬ ব্যাটালিয়ন নদীতে উদ্ধার অভিযান চালাতে একটি ডুবুরি দলকে নিয়ে গেছে।


ধামেলিয়া বলেন, ‘নদীর যে অংশে সেতু ধসে পড়েছে, সেটি খুব গভীর নয়। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার সময় সেতুতে দুটি মোটরসাইকেলও ছিল বলে জানতে পেরেছি। তবে তারা নদীতে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত আমরা উদ্ধারকাজে মনোযোগ দিচ্ছি, তাই নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও