You have reached your daily news limit

Please log in to continue


টেস্টে অবসর নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন কোহলি

সামাজিক মাধ্যমে এক ঘোষণায় ১২ মে টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৪ বছরে যিনি এত রেকর্ড ভেঙেচূড়ে দিয়েছেন, তাঁর বিদায়ে ভক্ত-সমর্থকদের তখন মন খারাপ হয়ে যায়। অবশেষে প্রায় দুই মাস পর এই ব্যাপারে নীরবতা ভাঙলেন ভারতীয় তারকা ক্রিকেটার।

টেস্ট থেকে অবসর প্রসঙ্গে কোহলি যে অনুষ্ঠানে কথা বলেছেন, সেটা হয়েছে লন্ডনে। যুবরাজ সিংয়ের দাতব্য প্রতিষ্ঠান ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’ গত রাতে বিশাল এক নৈশভোজের আয়োজন করে। সেই অনুষ্ঠানে যুবরাজসহ ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, কেভিন পিটারসেন, আশিষ নেহরা, ক্রিস গেইল ছিলেন। অনুষ্ঠানের আয়োজক গৌরব কাপুর এক পর্যায়ে কোহলিকে মঞ্চে ডাকলেন। গৌরব তখন বলেছেন যে কোহলিকে মাঠে এখন অনেকেই মিস করছেন। যেখানে ভারত এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত।

লন্ডনে আয়োজক গৌরবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোহলি একটু মজার ছলে কথা বলেছেন। কোহলি বলেন,‘আমি দুই দিন আগে আমার দাঁড়িতে কলপ করেছি। আপনি জানেন সেক্ষেত্রে প্রত্যেক চার দিনে যদি দাঁড়িতে কলপ করতে হয়, তাহলে ব্যাপারটা বুঝতে হবে।’ ভারতীয় তারকা ক্রিকেটার এ বছরের ৫ নভেম্বর ৩৭ বছর পূরণ করবেন। দাঁড়িতে কলপ দেওয়ার কথা শুনে হয়তো মনে হতে পারে, বয়সের কারণেই টেস্টকে বিদায় বলেছেন তিনি। কারণ, পাঁচ দিনের টেস্ট খেলতে অনেক ফিট থাকতে হয়। তবে ফিটনেসে ভারতীয় তারকা ক্রিকেটার এখনো অনেক তরুণ ক্রিকেটারের চেয়ে এগিয়ে।

শাস্ত্রী-কোহলির মধ্যে গুরু-শিষ্যের সম্পর্কের রসায়ন নিয়ে কোনো কিছু তো আর অজানা নয়। ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’ অনুষ্ঠানে পুরোনো গুরুর সামনেই তাঁর (শাস্ত্রী) প্রশংসা করে কোহলি বলেন, ‘সত্যি বলতে তার সঙ্গে যদি কাজ না করতাম, টেস্ট ক্যারিয়ারে যা হলো সেটা সম্ভব হতো না। আমাদের মধ্যে যে বোঝাপড়া ছিল, সেটা খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেটারদের ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যেতে এমন কিছুই দরকার। ক্রিকেটে আমার পথচলায় তাঁর (শাস্ত্রী) যা অবদান, সেজন্য তার প্রতি আমার সম্মান থাকবে সব সময়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন