You have reached your daily news limit

Please log in to continue


প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র: প্রয়োজনের ৭৫ শতাংশই ঘাটতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সব সামরিক পরিকল্পনা পূরণে যতগুলো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দরকার, বর্তমানে মজুত আছে তার মাত্র ২৫ শতাংশ। অর্থাৎ, বাকি ৭৫ শতাংশই নেই। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মাসগুলোতে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে এই বিপজ্জনক ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ইউক্রেনে অস্ত্র পাঠানো স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষায় ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয় সেসব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেগুলোর মজুত এতটাই কমে গেছে যে, প্রতিরক্ষা দপ্তরের ভেতর থেকেই আশঙ্কা দেখা দিয়েছে যে, এটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে প্রভাব ফেলতে পারে। তাই উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ অস্ত্র কোথায় যাচ্ছে, সেটা পর্যালোচনার জন্য ইউক্রেনে সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দেন। পরে একই ধরনের নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও।

তবে তার আগে, স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ইউক্রেনে ‘আরও কিছু অস্ত্র পাঠাবেন।’ তবে এই অস্ত্রের চালানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকবে কিনা তা স্পষ্ট করেননি।

তবে প্রতিরক্ষা দপ্তর অস্ত্র স্থানান্তর স্থগিত করার নির্দেশ দেওয়ার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বলেন, অস্ত্র সরবরাহ বন্ধ করার নির্দেশ তিনি দেননি, বরং যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মাত্র। এই বিষয়ে অবগত সূত্র এমনটাই জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন