খাবার চুরি ঠেকাতে অফিসে নিয়ে এলেন তালাবদ্ধ ফ্রিজ

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৪:১০

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি অফিসে আসার সময় বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে দুপুরের খাবার নিয়ে আসেন। কিন্তু খেতে গিয়ে দেখেন সেই খাবার উধাও! চুপিচুপি কেউ টিফিন বক্স খুলে খাবার খেয়ে গেছে। একবার-দুবার নয়, বারবার খাবার চুরি হতে থাকে।


বারবার একই কাণ্ডে রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ ওই ব্যক্তি প্রথমে সহকর্মীদের তাঁর খাবার চুরি না করতে অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কাজের কাজ কিছুই হয়নি। শেষে খাবার চুরি ঠেকাতে অভিনব এক কাণ্ড করে বসেন তিনি।


ছোট্ট আকারের একটি ফ্রিজ নিয়ে অফিসে হাজির হন ওই ব্যক্তি। সেটি রাখেন নিজের ডেস্কের তলায়, তাতেও যেন মনে শান্তি নেই। সেটি তালাবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন তিনি।


যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট–এ সম্প্রতি এমন একটি ঘটনার ছবি ভাইরাল হয়েছে। রেডিটে ভাইরাল হওয়া পোস্টে ওই কর্মী লেখেন, তাঁদের অফিসে একটি রান্নাঘর আছে এবং সেখানে সবার ব্যবহারের জন্য একটি ফ্রিজ রাখা আছে।


ওই ব্যক্তি লিখেছেন, ‘গত এক মাসে পাঁচবার আমার লাঞ্চ (দুপুরের খাবার) চুরি হয়েছে। কেবল সাধারণ নাশতা নয়, বাড়ি থেকে আমি যে খাবার বানিয়ে আনতাম, তার পুরোটা গায়েব হয়ে যাচ্ছিল। এটা শুধু চরম হতাশারই নয়, এটা ব্যয়বহুলও বটে। এ জন্য আমার পুরো দিন খারাপ যেত।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে