
চশমার গ্লাস পরিষ্কার করার সহজ উপায়
বর্তমানে অনেকে চশমা ব্যবহার করেন। প্রতিদিন চশমা ব্যবহার করলে চশমায় ময়লা জমে, সেটাই স্বাভাবিক। সঠিক যত্ন না নিলে চশমার লেন্সে স্ক্র্যাচ পড়ে তা ঝাপসা হয়ে যেতে পারে। এতে কিন্তু চশমার আসল কাজটাই মাটি হয়ে যায়। একটু যত্ন নিলেই দীর্ঘদিন ভালো রাখতে পারবেন চশমাটি। আসুন চশমার গ্লাস কীভাবে পরিষ্কার করবেন তা জেনে নিই।
চশমার গ্লাস পরিষ্কার করবেন যেভাবে
> চশমা পরিষ্কারের ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করতে হবে। কাপড় দিয়ে মুছলে কাপড়ের সুতা থেকে লেন্সে দাগ লাগতে পারে। টিস্যুতে সে সম্ভাবনা থাকে না।
> চশমা পরিষ্কার করার জন্য শক্ত বা খসখসে কাপড় ব্যবহার করবেন না। এতে লেন্সে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। চশমা পরিষ্কার করার জন্য সব সময় নরম, অমসৃণ মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। মাইক্রোফাইবার কাপড়গুলোতে ধুলো খুব দ্রুত আটকায়। সেগুলোকে বার বার ধুয়ে পরিষ্কার করে নিন।
> প্রথমে পানি দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন। টিস্যু না থাকলে একটি খবরের কাগজের টুকরা পানিতে ভিজিয়েও মুছে নিতে পারেন। দেখবেন, চশমার কাচ ভালো পরিষ্কার হবে।
> বাটিতে হালকা গরম পানি নিয়ে কয়েক ফোঁটা লিকুইড সাবান মেশান। ওই পানিতে চশমা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর চশমা ঠান্ডা পানিতে ধুয়ে নিন। চশমা ধোয়ার পর নরম কাপড় দিয়ে মুছে নিন।
> বাজারে চশমা পরিষ্কার করার সলিউশনও পাওয়া যায়। সেটা কাচে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- চশমা
- পরিষ্কারের কৌশল