You have reached your daily news limit

Please log in to continue


উপসর্গ ডেঙ্গু, পরীক্ষায় নেগেটিভ দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা

চলতি মৌসুমে বিভিন্ন বয়সি নারী-পুরুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে রয়েছে ভাইরাল ফিভার, ডেঙ্গু, করোনাভাইরাস, চিকুনগুনিয়া, টাইফয়েড ও ম্যালেরিয়া। তবে ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী এডিস মশার উপদ্রব বাড়ায় কারও জ্বর হলে প্রথমেই ডেঙ্গু সন্দেহ করা হচ্ছে। উপসর্গ থাকায় পরীক্ষাও করাচ্ছেন রোগীদের অনেকে। পরীক্ষায় সবার ডেঙ্গু শনাক্ত হচ্ছে না। ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট ফলস নেগেটিভ হওয়ায় কী করবেন-তা নিয়ে রোগীরা দুশ্চিন্তায় পড়ছেন। কেউ কেউ জ্বর চলে যাওয়ায় ওষুধ সেবন বন্ধ করে দেন। এতে হঠাৎ শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে বিপদে পড়ছেন। চিকিৎসকরা বলছেন, উপসর্গ থাকলে সঠিক সময়ে পরীক্ষা করাতে হবে। না হলে রোগটি শনাক্ত নাও হতে পারে। ওষুধও চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত (৫১ জন) ছাড়িয়ে গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। রোগীদের অর্ধেকই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন। গত এক দিনে ৩৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৮৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন