ডায়রিয়া হলে কী ওষুধ খাবেন

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ২০:০৪

ডায়রিয়া হলে অনেকেই দ্রুত সুস্থ হতে বিভিন্ন রকম ওষুধ খাওয়ার কথা ভাবেন। কিন্তু সব সময় সেটা নিরাপদ না–ও হতে পারে। ডায়রিয়া বন্ধের ওষুধ (লোপেরামাইড ও অ্যান্টিবায়োটিক) চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। বিশেষ করে যখন ডায়রিয়ার কারণ জীবাণু সংক্রমণ নাকি অন্য কিছু, সেটা অজানা থাকে। বেশির ভাগ ডায়রিয়া কোনো ওষুধ ছাড়া নিজে নিজেই সেরে যায়, কেবল পানি ও লবণশূন্যতা রোধে স্যালাইন খেলেই চলে।


কেন ডায়রিয়া বন্ধের ওষুধ খাওয়া উচিত নয়


১. এতে দেহের প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা বা ইমিউন সিস্টেম বাধাগ্রস্ত হয়। ডায়রিয়া অনেক সময় ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের ফল। ডায়রিয়ার মাধ্যমে সংক্রমণকারী জীবাণু ও টক্সিন আমাদের শরীরের পরিপাকতন্ত্র থেকে বের হয়ে যায়। ওষুধ দিয়ে ডায়রিয়া বন্ধ করলে এ ক্ষতিকর উপাদানগুলো দেহে দীর্ঘক্ষণ থেকে যেতে পারে, ফলে সংক্রমণ আরও খারাপ ও দীর্ঘস্থায়ী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও