
১৮ দিনে যত আয় করলো ‘সিতারে জামিন পার’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১৭:২৭
আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ১৮ দিনেই সব ভাষা মিলিয়ে ১৪৯ কোটি ৮৯ লাখ আয় করেছে। আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাটকীয় ছবিটি আয়ের দিক থেকে এখনই আমির খানের পুরো ক্যারিয়ারের ছবিগুলোর মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই ছবিটি ‘থাগস অফ হিন্দুস্তান’, এবং ‘গজনি’-এর মতো বড় বাজেটের সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গেছে। হিন্দি, তামিল এবং তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পার’।