‘ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র হবে ইসরায়েলকে ধ্বংস করার প্ল্যাটফর্ম’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১৭:২৬

যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান। তবে ভবিষ্যতের যেকোনও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। যে কারণে নিরাপত্তার সার্বভৌম ক্ষমতা কেবল ইসরায়েলের হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।


হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু গাজা উপত্যকা থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ওই হামলাই প্রমাণ করে ফিলিস্তিনিরা একটি রাষ্ট্র পেলে কী করতে পারেন।


ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে দ্বি-রাষ্ট্রীয় সমাধান সম্ভব কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‌‌‘‘আমি জানি না।’’ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাংবাদিকদের নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও