মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১৪:৫৩

অ্যাপলের এআই মডেলের প্রধান বিশেষজ্ঞ রুওমিং প্যাং কোম্পানিটি ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। মেটার জন্য এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ তারা নতুন এআই সুপার ইন্টেলিজেন্স ইউনিটের জন্য একের পর এক অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। প্যাং হলেন সেই তালিকায় সর্বশেষ সংযোজন।


ব্লুমবার্গের মতে, প্যাং এখন মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স ল্যাবস বিভাগে কাজ করবেন, যেখানে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা হচ্ছে।


প্যাং আগে অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিয়েছেন, এই দল অ্যাপল ইন্টেলিজেন্স ও অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের ভিত্তি হিসেবে এআই ফাউন্ডেশন মডেলগুলো তৈরি করে। তবে, অ্যাপলের এআই মডেলগুলো এখনো বড় পর্যায়ে সফল হয়নি। এগুলো ওপেনএআই, অ্যানথ্রপিক, এমনকি মেটার তুলনায় অনেক কম দক্ষ। এমনকি বলা হচ্ছে, অ্যাপল তার আসন্ন এআইভিত্তিক সিরি আপগ্রেডের জন্য তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহার করার কথাও বিবেচনা করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও