
এবার প্রকাশ্যে ‘পরাণ’–এ মিমের ২ মিনিট ২৬ সেকেন্ডের মুছে ফেলা দৃশ্যে
২০২২ সালে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত সিনেমা ‘পরাণ’। সেই সময় দর্শকপ্রিয় হয় সিনেমাটি। সেই সিনেমার গল্পে কোথাও দেখা যায়নি এমন দুটি দৃশ্য এবার প্রকাশ্যে এসেছে। দৃশ্যগুলো ‘পরাণ সিনেমার ডিলিট সিন’ নামে ইউটিউবে ছাড়া হয়েছে। কী আছে ২ মিনিট ২৬ সেকেন্ডের এই দৃশ্যে? দৃশ্যটি নিয়ে কী বললেন নায়িকা মিম।
দৃশ্যতে দেখা যায়, ক্যাম্পাসে বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে অনন্যা। এই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তাদের আড্ডায় সময় হঠাৎ করেই প্রবেশ করে সিফাত। এই সিফাত চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। সে মিমকে বলে, ‘এক্সকিউজ মি, একটু কথা ছিল।’ পরে সে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। এটা শুনে খেপে যায় অনন্যা। সে সঙ্গে সঙ্গে সিফাতকে থাপ্পড় দেয় ও কথা শোনায়।
এই সময় সিফাত দাঁড়িয়ে থেকে আবার বলে, ‘সত্য বলতেছি, আই লাভ ইউ।’ পরে অনন্যা আবারও সিফাতকে থাপ্পড় মারে। সব মিলিয়ে সিফাতকে চারবার থাপ্পড় মারে অনন্যা। ঘটনা এখানেই শেষ নয়। পরে অবশ্য অনন্যা বান্ধবীর কাছ থেকে জানতে পারে, সিফাতকে র্যাগ দেওয়ার জন্য কিছু দুষ্টু ছেলে পাঠিয়েছিল।
সিনেমা থেকে বাদ পড়া এই দৃশ্যগুলো নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমরা এগুলো শুটিং করেছিলাম। দৃশ্যগুলো চিত্রনাট্যে ছিল। আমরা যথাযথভাবেই সময় নিয়ে শুটিংও করেছিলাম। দৃশ্যে তিন–চারবার থাপ্পড় মারতে হয়েছিল ইয়াশ রোহানকে। কিন্তু শেষ মুহূর্তে সিনেমার দৈর্ঘ্য বড় হয়ে যাওয়ায় এই দৃশ্যটি ফেলে দেওয়া হয়, এটুকুই জানি। অভিনয় করা কোনো দৃশ্যে ফেলে দিলে খারাপ লাগে কিন্তু অনেক সময় পরিচালককে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে দৃশ্যটি বাদ পড়লেও গল্পের কোনো ক্ষতি করেনি।’