টেক্সাসে হড়পা বানে শতাধিক মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে

বিডি নিউজ ২৪ টেক্সাস প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৯:১৩

হড়পা বানে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আকস্মিক এ বন্যা ইতোমধ্যে শতাধিক প্রাণ কেড়েছে।


কেবলমাত্র কার কাউন্টিতেই প্রাণহানি হয়েছে ৭৫ জনের। এই কাউন্টির মিসটিক সামার ক্যাম্প তাদের ২৭ জন মেয়ে এবং স্টাফদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে।


এখনও অনেকেই নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ চলছে চতুর্থদিনের মতো। টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধারকাজ।


অঞ্চলটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস রয়েছে। স্থানীয় পরিস্থিতিকে বিপর্যয়কর ঘোষণা করেছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিগগিরই টেক্সাসে যাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।


গত শুক্রবার থেকেই ভারি বৃষ্টি হচ্ছে টেক্সাস রাজ্যের বিস্তীর্ণ অংশে। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাসের দক্ষিণ-পশ্চিম অঞ্চল। সেখানকার গুয়াডালুপে নদীতে হড়পা বান আসায় পানির তোড়ে ভেসে গেছেন অনেকেই।


তার পর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, কোস্ট গার্ডের এক সাঁতারু তার প্রথম উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত জীবিত ১৬৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। তবে অনেকের মৃতদেহও মিলছে। গত দুই দিনে অনেকেরই লাশ পেয়েছেন উদ্ধারকারীরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও