
মিয়ানমারে সংঘর্ষের মুখে পালিয়ে ভারতে ঢুকেছে কয়েক হাজার মানুষ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ২৩:২০
মিয়ানমারে দুটি জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর লড়াই-সংঘর্ষের মাঝে পড়ে কয়েক হাজার মানুষ পালিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ঢুকে পড়েছে। ভারত কর্তৃপক্ষ সোমবার এ খবর জানিয়েছে।
মিজোরামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গত ২ জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারের চিন প্রদেশে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরাম (সিডিএফ-এইচ) নামক দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘর্ষ শুরুর পরই মানুষ সেখান থেকে পালাতে শুরু করেছে বলে জানান ওই কর্মকর্তা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সামরিক জান্তা
- জান্তাবিরোধী