
চাকরির ইন্টারভিউয়ে জেফ বেজোস একটা উদ্ভট কিন্তু দুর্দান্ত প্রশ্ন করতেন, কী সেটা
সদ্য বিবাহিত জেফ বেজোস হয়তো এখন হানিমুন পিরিয়ডে আছেন। নতুন প্রকৌশলী কিংবা এক্সিকিউটিভ নিয়োগ দেওয়ার চেয়ে সেটাই তাঁর কাছে আপাতত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু একসময় অ্যামাজনের প্রধান হিসেবে নতুন কর্মী নিয়োগে সরাসরি যুক্ত থাকতেন বেজোস। আর ইন্টারভিউ নেওয়ার সময় একটা কমন প্রশ্ন করতেন। প্রশ্নটা উদ্ভট, তবে দুর্দান্ত। কী সেটা?
অ্যামাজনের এক্সিকিউটিভ থেকে বিনিয়োগকারী হওয়া ড্যান রোজ তাঁর এক্স হ্যান্ডলে বলেছেন, ‘১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন অ্যামাজনে কাজ করতাম, তখন জেফ বেজোসের প্রিয় ইন্টারভিউ প্রশ্ন ছিল “আপনি কি ভাগ্যবান?”’
হয়তো ভাবতে পারেন, বিশ্বের অন্যতম ধনী মানুষটা কি তাহলে ভাগ্যেও বিশ্বাসী? নাকি তিনি আশা করতেন নতুন কর্মীদের সৌভাগ্য তাঁর কোম্পানিতেও জাদুর মতো কাজ করবে? সম্ভবত তা নয়।
বেজোস–বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা বলছেন, প্রশ্নটি ছিল কয়েকটা গুণ পরখ করার দারুণ এক উপায়। এর মধ্যে আছে নম্রতা, উদ্যোগ এবং আশাবাদ। চলুন, বিষয়গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক।