
পিছিয়ে পড়ার পরও আলকারাজের এমন জয়ের রহস্য কী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:৫০
এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজ গতকাল যা খেলেছেন, তাতে এই কথাটা মনে পড়বেই। পিছিয়ে পড়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।
উইম্বলডনের শেষ ষোলোর ম্যাচে গত রাতে আলকারাজের প্রতিপক্ষ ছিল আন্দ্রে রুবলেভ। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে প্রাণপণে লড়ে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। শেষ পর্যন্ত এই সেটটি রুবলেভ জেতেন ৭-৬ (৭/৫) গেমে। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলকারাজকে। দ্বিতীয় থেকে চতুর্থ সেট ৬-৩, ৬-৪ এবং ৬-৪ গেমে জিতে স্প্যানিশ টেনিস তারকা পৌঁছে যান উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।
- ট্যাগ:
- খেলা
- টেনিস
- টেনিস তারকা