You have reached your daily news limit

Please log in to continue


অভ্যুত্থানের পর বিদ্রোহীদের হাতে ১৩ যুদ্ধবিমান-হেলিকপ্টার হারিয়েছে মিয়ানমারের জান্তা

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে ৪ বছর। এই সময়ের মধ্যে বিদ্রোহীদের হাতে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাবাহিনীর ১৩টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের ১৩টি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। এসব বিমানের আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। দেশটির বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীগুলো এসব বিমান ভূপাতিত করার দাবি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন