
মিছিলের শেষেই আবর্জনা তুলে নিলেন এনসিপির নেতা-কর্মীরা
মিছিলের সামনে নাহিদ ও আখতার। পিকআপের ওপর দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে রাজশাহী প্রকম্পিত করছেন সারজিস আর হাসনাত। মিছিলের সামনের দিকে যেতে প্রতিযোগিতা চলছে নেতা-কর্মীদের। কিন্তু কিছু নেতা-কর্মী একদমই পেছনে। মুখে মাস্ক, গ্লাভস পরা হাতে তাদের পলিথিনের ব্যাগ। মিছিল থেকে কেউ ফেলেছেন পানির বোতল, কেউ ফেলেছেন টিস্যু বা অন্য কিছু। সেসবই কুড়িয়ে পলিথিনে ঢুকিয়ে নিচ্ছিলেন এনসিপির এই নেতা-কর্মীরা।
রোববার বিকেলে রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রায় এমন দৃশ্যই দেখা যায়। নগরের রেলগেট থেকে সাহেববাজার পর্যন্ত পদযাত্রার পুরোটি সময়ই এনসিপি নেতা–কর্মীদের একটি দলকে মিছিলের শেষে থেকে এভাবে ময়লা-আবর্জনা তুলে নিতে দেখা গেছে। এর নেতৃত্বে ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘এটাই তো নতুন চেতনার রাজনীতি। সত্যিকার অর্থে আমরা যখন দেখলাম, এই শহরে বাইরে থেকে এতগুলো মানুষ এসেছেন এবং শহরটা নোংরা হতে পারে। তখনই আমরা মিছিলের সঙ্গে সঙ্গেই ময়লা-আবর্জনা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, এই শহর তো আমাদের, এই আঙিনা আমাদের। তরুণেরা যে সবকিছু পরিচ্ছন্ন রাখতে চায়, এটা তার একটা বার্তা। এই অভ্যাস সকলের মধ্যেই ছড়িয়ে পড়বে, এটাই আমাদের প্রত্যাশা।’