
অস্ট্রেলিয়ায় ‘উৎসব’: সৌম্য-দিব্যকে জড়িয়ে ধরে কাঁদলেন খুশি
তানিম নূরের ‘উৎসব’ দেশ মাতানোর পাশাপাশি দাপটে চলছে অস্ট্রেলিয়ায়। প্রবাসী দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। যেখানে তার ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করেছেন। সিনেমা দেখতে বসে ছেলের জন্য গর্বে-ভালোবাসায় কেঁদেছেন এই মা।
কোরবানির ঈদে দেশে মুক্তির পর ২১ জুন থেকে ‘উৎসব’ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বসবাসরত বাঙালিরা।
সিনেমা মুক্তির সূচি ঘোষণার পর ১৩ দিনের টিকেট শেষ হয়ে যাওয়ায় ‘উৎসব’ আদৌ দেখা যাবে কি না সেটি নিয়ে সংশয়ের পড়েন খুশির পরিবার।
অবশেষে খুশি তার দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি উচ্ছ্বাস এবং স্বামী নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসকে নিয়ে ‘উৎসব’ দেখেছেন।
সিনেমা দেখে দুই ছেলেকে জড়িয়ে ধরে দর্শকদের সামনে কেঁদেছেন খুশি ও বৃন্দাবন দাস। তারপর ফেইসবুকে লিখেছেন মনের আবেগের কথা।
মা দিবসসহ আরো কয়েকটি অনুষ্ঠানের জন্য গত মে মাস থেকে অস্ট্রেলিয়ায় আছে খুশি। তখন পুরো পরিবারই একসঙ্গে ছিল।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি
- শাহনাজ খুশি