You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের কাছে হারের ম্যাচে হাসারাঙ্গার বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। দ্বিতীয় ওয়ানডেতে গতকাল লঙ্কানদের হারের ম্যাচে অবশ্য একটি বিশ্বরেকর্ড গড়েছেন স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ফরম্যাটটিতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পারভেজ হোসেন ইমনের ৬৭, তাওহীদ হৃদয়ের ৫১ ও তানজিম হাসান সাকিবের ৩৩ রানের ক্যামিওতে ভর করে ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তাদের কক্ষপথে রেখেছিলেন জানিথ লিয়ানাগে। তিনি ৭৮ রান করে আউট হতেই স্বাগতিকদের অবশিষ্ট আশাও শেষ হয়ে যায়। মাত্র ১৩ রান করে আউট হয়েছেন হাসারাঙ্গা। এর আগে তিনি বল হাতে ৩ উইকেট শিকার করেন।

আট নম্বরে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের বলে সিঙ্গেল রান নিয়েই ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক পূর্ণ হয় হাসারাঙ্গার। আর শততম উইকেটের সীমা পেরিয়েছেন আগেই। গতকাল সেই সংখ্যাকে তিনি ১০৬–এ পরিণত করেন। সবমিলিয়ে ওয়ানডেতে ৭০তম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেট শিকার করলেন হাসারাঙ্গা। এজন্য তার মাত্র লেগেছে মাত্র ৬৫টি ওয়ানডে। এতদিন ফরম্যাটটিতে দ্রুততম ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের রেকর্ডটি দখলে ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের (৬৮)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন