
ব্যাংকের ৫০ ভাগ পরিচালক হবেন স্বতন্ত্র: গভর্নর
ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে সদস্য সংখ্যা কমানো এবং পর্ষদের অন্তত ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
বিদ্যমান ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, বর্তমানে একটি ব্যাংকের পর্ষদে এক পরিবার থেকে তিনজন পরিচালক হতে পারেন। এর আগে এই সংখ্যা আরও বেশি ছিল।
গভর্নর বলেন, পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ৫০ শতাংশের বেশিও হতে পারে। তাদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। তিনি বলেন, 'আমরা একটি প্যানেল তৈরি করব যেখান থেকে স্বতন্ত্র পরিচালক নির্বাচন করতে হবে। প্যানেলের বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে হলে তাকে অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি হতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এমন প্রস্তাব করা যাবে।'
তিনি আরও বলেন, পরিচালক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ব্যাংকিং খাতের জ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ, এই পদে একজন পেশাদার ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হবে।
দুর্বল ব্যাংকগুলো একীভূত করার বিষয়ে গভর্নর জানান, প্রাথমিক পর্যায়ে পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও একীভূতকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। কিছু রাষ্ট্রীয় ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে, তাদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আবার কিছু ব্যাংক তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে, তাদের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, যেটা আমি আগেও বলেছি। সরকার পরিবর্তন বা ক্ষমতায় থাকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যখনই কোনো ব্যাংক সমস্যায় পড়বে, আমরা হস্তক্ষেপ করব। এটাই আমাদের নীতি।