You have reached your daily news limit

Please log in to continue


জাদুকরি জোড়া গোলে মেসি দেখালেন এখনও তিনি ‘অতুলনীয়’

“মাই ওয়ার্ড, হোয়াট আ গোল… ইটস জাস্ট টিপিক্যাল লিওনেল মেসি… এমনকি এখানে এসে, এই বয়সে, এই সময়েও তিনি অতুলনীয়”… ধারাভাষ্যকারের কণ্ঠেই ফুটে উঠছিল তার মুগ্ধতা। সেটি ছিল লিওনেল মেসির প্রথম গোল। জাদুর ইন্দ্রজালে সেই গোলটিকেও ছাড়িয়ে গেল মেসির পরের গোল। তার সেই সেরা সময়ের ঘোর লাগানিয়া পারফরম্যান্স যেন!

মেসির ভুলেই ম্যাচের শুরুতে গোল হজম করেছিল ইন্টার মায়ামি। স্মরণীয় পারফরম্যান্সে তা দারুণভাবেই পুষিয়ে দিলেন আর্জেন্টাইন মহানায়ক। মন্ট্রিয়ল সিএফকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি।

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই ম্যাচ দিয়ে আবার মেজর লিগ সকারের অভিযান শুরু হলো মায়ামির। বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও মায়ামির হয়ে গোল করেন তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়া।

নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মন্ট্রিয়ল। মাঝমাঠের নিচে নেমে যাওয়া মেসি বল ধরে নিজেদের রক্ষণে ব্যাক পাস দিতে গিয়ে ঠিকঠাক দিতে পারেননি। বল পেয়ে যান মন্ট্রিয়লের প্রিন্স উসু। জার্মান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।

এরপর আস্তে আস্তে গুছিয়ে ওঠে মায়ামি। পঞ্চদশ মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে জর্দি আলবার শট ডাইভিং গোলকিপারের পাশ দিয়ে গিয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে মেসি তেমন কিছু করতে পারেননি।

তবে তখন থেকেই একের পর এক আক্রমণে মন্ট্রিয়ল ব্যস্ত করে তোলে মায়ামি। সুযেগি হাতছাড়া হয় বেশ কিছু। ৩৩তম মিনিটে মেসির টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের মাপা শটে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন