You have reached your daily news limit

Please log in to continue


জোরেশোরে প্রস্তুতি সারছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি সেরে রাখছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করা হতে পারে। নিজেদের প্রস্তুতি সেরে রাখার পাশাপাশি আইন-বিধিতে কোনো পরিবর্তন করতে হবে কি না, সে জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাখানেক স্থায়ী রুদ্ধদ্বার বৈঠক করেন। একান্ত বৈঠক হওয়ায় এর বিষয়বস্তু নিয়ে সব মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। গত মঙ্গলবার সিইসি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে তাঁর আসন্ন সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেছেন, ‘নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে (পুরোদমে) নিচ্ছি।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারি এবং এপ্রিল এই দুটি মাসকে সামনে নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যখনই সরকার নির্বাচন করতে চায় আমরা যাতে করতে পারি।... নির্বাচনের তারিখ ও শিডিউল আপনারা যথাসময়ে পাবেন।’

জাতীয় নির্বাচনেই মনোযোগ

কোন কোন দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো কিছু বলছেন না। তিনি জাতীয় নির্বাচনের কথাই বলে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস (মনোযোগ) জাতীয় নির্বাচনে।’

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘নির্বাচনী প্রস্তুতির কাজ জোরেশোরে চলছে। আমাদের সব প্রস্তুতির কাজ সম্পন্ন করে রাখা হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন