You have reached your daily news limit

Please log in to continue


শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।

শনিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয় থেকে অনেকটা দূরে থেকেও দুনিথ লিয়ানাগে ম্যাচ প্রায় বেরই করে ফেলেছিলেন। অবশেষে ৪৮তম ওভারের দ্বিতীয় বলে তাকে থামান মোস্তাফিজুর রহমান। লিয়ানাগে যখন ক্রিজে ছিলেন, ম্যাচ তখন শ্রীলঙ্কার দিকেই হেলে পড়ছিল।

ডানহাতি এই লঙ্কান ব্যাটার ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কাও হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার মাত্র ২১ রান, হাতে ২ উইকেট। পরের বলেই ফিজ স্লোয়ারে বিভ্রান্ত করেন, ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। তাতে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

কলম্বোয় রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন