
সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ২০:৫৬
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?
শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে। '=