
কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: আরও ছয়জন গ্রেপ্তার
কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ী এলাকায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া সেল থেকে শনিবার জানানো হয়েছে, “কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয়জন আসামিকে আটক করেছে র্যাব-১১।”
এ বিষয়ে বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ নিয়ে ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ নিয়ে এ ঘট্নায় মোট আটজন গ্রেপ্তার হলেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালায়।
হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আসামি গ্রেফতার
- পিটিয়ে হত্যা