
সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচে নামছেন ঋতুপর্ণারা
মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিতের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় আফঈদা-ঋতুপর্ণারা গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে তুর্কমেনিস্তানের বিপক্ষে।
এশিয়ান কাপ বাছাইয়ে শেষ দিনে বাহরাইনের মুখোমুখি হবে স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় শেষ ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। তবে আন্তর্জাতিক ম্যাচ বলেই কোনো ছাড় দেবে না বাংলাদেশের মেয়েরা। শতভাগ জয় নিয়েই ইয়াংগুন থেকে দেশে ফেরার লক্ষ্য পিটার বাটলারের দলের।
বাছাই পর্ব থেকে ৮ দেশ পাবে আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের টিকিট। বাংলাদেশ চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করায় এখন অপেক্ষা আরও ৭ দেশের। স্বাগতিক অস্ট্রেলিয়া, সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ কোরিয়া ও তৃতীয় জাপান সরাসরি খেলবে এশিয়ান কাপে।
এশিয়ান কাপ বিশ্বকাপেরও বাছাই পর্ব। সেই সাথে অলিম্পিক গেমসে খেলারও সুযোগ থাকবে এশিয়ান কাপ থেকে। দুর্দান্ত ফলাফল করা বাংলাদেশের চোখ এখন বিশ্বকাপে। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরবর্তী নারী বিশ্বকাপ।
- ট্যাগ:
- খেলা
- এশিয়ান কাপ