You have reached your daily news limit

Please log in to continue


হেলিকপ্টারে নববধূকে বাসায় আনলেন ট্রাক্টরচালক

পাশের গ্রাম থেকে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে এলেন ট্রাক্টরচালক বর। শুক্রবার হেলিকপ্টার করে নববধূকে নিজগ্রাম নায়েকপুর পূর্বপাড়ায় নিয়ে আসেন মাসুম খান।

নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের তৃতীয় ছেলে মোহাম্মদ মাসুম খান পেশায় ট্রাক্টরচালক। পার্শ্ববর্তী ফতেপুর ছত্রকোনা গ্রামের কৃষক আশাহিদ তালুকদারের মেয়ে রিমা আক্তারের সঙ্গে মোহাম্মদ মাসুম খানের বিয়ে হয়। তিনি বেলা ২টায় জুমার নামাজের পর উপজেলার নায়েকপুর পূর্বপাড়া থেকে হেলিকপ্টারে করে ফতেপুর ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এই দুই স্থানের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।

বিদ্যালয় মাঠ থেকে তিনি কনের বাড়িতে যান। তার আগেই বরপক্ষের লোকজন কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি বাড়িতে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন