
মাছ ও সবজির দাম বেড়েছে, ধনেপাতা ৩২০ টাকা কেজি
যুগান্তর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১৮:২১
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে মাছ ও সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস ও ট্যাপা ছাড়া প্রায় সব ধরনের মাছের দামই কেজিতে ৩০০ টাকার ওপরে। শুক্রবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা, কারওয়ান বাজার, মিরপুর-২, শেওড়াপাড়া, কচুক্ষেত ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীসহ সারা দেশেই সব ধরনের সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহান্তে সবজি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন ৬০ থেকে ৮০ টাকার নিচে সবজি মিলছে না। যদিও বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো। সবজির দাম বাড়তি থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসে। যে কারণে কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে মাছের দাম চড়া দেখা গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সবজির দাম