ভারতে দুর্নীতি করে পলাতক বিজয় ও ললিত পার্টি করছেন লন্ডনে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১৭:৫১

লন্ডনে একটি বিলাসবহুল গ্রীষ্মকালীন পার্টিতে ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘মাই ওয়ে’ গেয়ে আবারও আলোচনায় এলেন ভারতের দুই পলাতক ও বিতর্কিত ধনকুবের ললিত মোদি ও বিজয় মাল্যা। ললিত মোদি নিজেই এই পার্টির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা যায়—দুজনই গানের সঙ্গে হেসে-খেলে সময় কাটাচ্ছেন, আর অতিথিরা উৎসাহ নিয়ে তা উপভোগ করছেন।


আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, বার্ষিক এই গ্রীষ্মকালীন পার্টি লন্ডনে ললিত মোদির বাসভবনে আয়োজন করা হয়। এতে প্রায় ৩১০ জন বন্ধু ও আত্মীয়স্বজন যোগ দেন। অতিথিদের অনেকেই বিদেশ থেকে বিশেষভাবে উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলও ছিলেন। গেইল একটি ইনস্টাগ্রাম স্টোরিতে মোদি ও মাল্যার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা এটাকে উদ্‌যাপন করছি। একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও