You have reached your daily news limit

Please log in to continue


ইনস্টাগ্রামে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি, ভিডিও ও রিলস শেয়ার করেন অনেকেই। তবে অনেক সময় দেখা যায়, লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অন্যরা একজন ব্যবহারকারীর কনটেন্টের মান বা জনপ্রিয়তা বিচার করেন, যা অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং মানসিক প্রশান্তির জন্য অনেকেই এখন চান যেন তাঁদের পোস্টে পাওয়া লাইক বা শেয়ারের সংখ্যা অন্যদের চোখে না পড়ে।

তাই ইনস্টাগ্রাম একটি সুবিধা দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা ইচ্ছা করলেই এই সংখ্যাগুলো লুকিয়ে রাখতে পারেন।

ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।

২. এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।

৫. এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।

৬. এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন