You have reached your daily news limit

Please log in to continue


আজ ঢাকায় মুক্তি পাচ্ছে আলোচিত দুই হলিউড সিনেমা

হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দুটি আলোচিত ছবি নিয়ে আসছে দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। এ ছাড়া মুক্তি পাচ্ছে ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’। দুটি ছবিই আজ বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সব কটি ছবিই দর্শকমহলে কমবেশি আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিকুয়েল, যা চতুর্থ ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি।

‘টোয়েন্টি ইয়ারস লেটার’

চলতি বছর হলিউডে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘টোয়েন্টি ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমা উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ড আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম দিনে এটিই এই ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ আয়। সারা বিশ্বে এরই মধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন