‘একটা মার্ডার করেছি আরও ১০০ টা মার্ডার করব’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ২২:২২

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করবো’। এক ভিডিওতে এভাবেই বলছিলেন খুনের মামলার প্রধান আসামি কাঞ্চন। গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এমন একটি ভিডিও নজরে আসে এই প্রতিবেদকের। যা গতকাল রাতে ইংরেজিতে "শাওন জামান" নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।


ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তার দাবি তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের হাতে তার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন—তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও