
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ২২:১৮
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর।
এছাড়া জুলাইয়ে কোটা আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার দিন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তর তরফে এ নির্দেশ দেওয়া হয়।